হলদে পাখি প্রতিজ্ঞা -
আমি প্রতজ্ঞা করিতেছি যে,
* আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করিবো;
* প্রতিদিন অপরকে বিশেষ করে বাড়ির লোককে সাহায্য করিবো।
হলদে পাখির নিয়ম -
* হলদে পাখি বড়দের মান্য করে;
* হলদে পাখি একমত হয়ে কাজ করে।
হলদে পাখির মটো -
‘সাহায্য করা’
গাইড প্রতিজ্ঞা -
আমি আমার আত্ম সম্মানের উপর নির্ভর করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে,
* আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করিব।
* সর্বদা পরের উপকার করিব।
* গাইডের নিয়মাবলী মানিয়া চলিব।
গাইড নিয়মাবলী -
১. গাইডের আত্ম মর্যাদা নির্ভরযোগ্য।
২. গাইড বিশ্বস্ত।
৩. গাইডের কর্তব্য নিজে কার্যোপযোগী হওয়া এবং অপরকে সাহায্য করা।
৪. গাইড সকলের বন্ধু এবং গাইড মাত্রই গাইডের ভগ্নী।
৫. গাইড মাত্রই বিনয়ী।
৬. গাইড জীবের বন্ধু।
৭. গাইড আদেশ পালন করে।
৮.গাইড হাসি মুখে প্রতিকূল অবস্থার মোকাবিলা করে।
৯. গাইড মিতব্যয়ী।
১০. গাইড কথায়, কাজে ও চিন্তায় সর্বদাই নির্মল।
গাইড মটো -
‘সদা প্রস্তুত থাকা’
রেঞ্জার প্রতিজ্ঞা -
আমি আমার আত্ম সম্মানের উপর নির্ভর করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে,
* আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করিবো;
* সর্বদা পরের উপকার করিবো;
* গাইডের নিয়মাবলী মানিয়া চলিবো এবং
রেঞ্জার হিসেবে আমার প্রধান দায়িত্ব সেবার মাধ্যমে এই প্রতিজ্ঞাকে বর্হিজগতে নিয়ে যাওয়া।
রেঞ্জার নিয়মাবলী -
১. গাইডের আত্ম মর্যাদা নির্ভরযোগ্য।
২. গাইড বিশ্বস্ত।
৩. গাইডের কর্তব্য নিজে কার্যোপযোগী হওয়া এবং অপরকে সাহায্য করা।
৪. গাইড সকলের বন্ধু এবং গাইড মাত্রই গাইডের ভগ্নী।
৫. গাইড মাত্রই বিনয়ী।
৬. গাইড জীবের বন্ধু।
৭. গাইড আদেশ পালন করে।
৮.গাইড হাসি মুখে প্রতিকূল অবস্থার মোকাবিলা করে।
৯. গাইড মিতব্যয়ী।
১০. গাইড কথায়, কাজে ও চিন্তায় সর্বদাই নির্মল।
রেঞ্জার মটো -
‘সমাজ সেবা’